আমেরিকায় একটি খ্রিস্টান সম্প্রদায়ের পার্টিতে অংশ নিয়ে প্রায় অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টার শহরে।
গেল ডিসেম্বরে বড়দিন ও একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করায় প্রায় ৩০টি খ্রিষ্টান সম্প্রদায় পরিবারের অর্ধশতাধিক নারী পুরুষের দেহে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের একটি সূত্র জানিয়েছেন।
সূত্রটি জানায়, ম্যানচেস্টার শহরে প্রায় শতাধিক বাংলাদেশি খ্রিষ্টান পরিবারের বসবাস। গত ২৫ ডিসেম্বর বড়দিন এবং পরে রিপন নামের একজনের বাসায় গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল অনেক পরিবারের সদস্য। সেই থেকে প্রায় অর্ধশত নারী পুরুষের দেহে দ্রুত করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। বড়দিনের পরদিন ২৬ ডিসেম্বর এলভিসের স্ত্রী বাংলাদেশে যাবার জন্য নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে যান। বিমানবন্দরের নিয়মানুযায়ী করোনা পরীক্ষায় গেলে সেখানে তার সংক্রমণ শনাক্ত করেন কর্তৃপক্ষ। তাকে করোনা পরীক্ষার জন্য পরামর্শ দিয়ে বিমানবন্দর থেকে বাসায় ফেরত পাঠিয়ে দেন। তিনি করোনা পরীক্ষা না করেই পরদিন তিনি স্থানীয় একটি শপিং মলে যান। সেখানে অনেকের সঙ্গে দেখা হয় এবং কথাবার্তার পর তাদের সঙ্গে আলিঙ্গনও করেন। তার সাথে আলিঙ্গন করা ব্যক্তিরাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
কানেকটিকাটের ম্যানচেস্টার শহরে বসবাসকারী একজন বাংলাদেশি খ্রিষ্টান জানান, বড়দিনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, এই শহরে বসবাসকারী প্রায় প্রতিটি খ্রিষ্টান প্রবাসী বাংলাদেশি পরিবারেই দু’একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি একটি ছোট শিশুর দেহেও করোনা সংক্রমণ দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।