যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আইএস হামলার।
রোববার (২২ আগস্ট) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এ সতর্কতায় কাবুল বিমানবন্দর থেকে মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকতে বলা হয়েছে।
সতর্কতায় আরো বলা হয়, মার্কিন সরকারের প্রতিনিধি যাদের কাবুল বিমানবন্দরে আসতে বলবেন, শুধু তারাই সেখানে আসবেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং বিকল্প পথ খুঁজছেন।
আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি নিরপত্তাবিষয়ক একটি নির্দেশনা জারি করে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরে হামলার আশঙ্কা থাকায় যতদূর সম্ভব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তাদের দূরে থাকতে বলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র যাদের ভ্রমণের জন্য সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তারাই যেন ওই বিমানবন্দরে অবস্থান করে, এর বাইরে কেউ নয়।
সূত্র: বিবিসি