আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গাড়িবোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। রোববার আইনপ্রণেতা খান মোহাম্মদ ওয়ার্দককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে রয়টার্স।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দারাবি জানিয়েছেন, এই ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
বোমাটি খান মোহাম্মদ ওয়ার্দের যাতায়াতের পথে গাড়িবোমাটি রেখে দেওয়া হয়েছিল না-কি কোনো হামলাকারী গাড়িটি চালিয়ে নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে তা স্পষ্ট নয়। তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, রোববার নানগরহার, লোগার, হেলমান্দ ও বাদাখশান প্রদেশে পৃথক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর বাহিনীর বেশ কয়েক জন সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তাদের সঠিক সংখ্যা জানা যায়নি।