আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। শুক্রবার রাতে পশ্চিম কাবুলের খলিফা আগা গুল জান মসজিদে এমন ঘটনা ঘটে।
এ ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে তালেবান ক্ষমতায় আসার পর সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন খোরাসান এ ধরনের কয়েকটি হামলা চালিয়েছিল।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেসমুল্লাহ হাবিব জানান, স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। রমজানের শেষ জুমা উপলক্ষে শুক্রবার মসজিদে শতাধিক মুসল্লি এসেছিল।
বিস্ফোরণের সময় মসজিদের ভেতরে থাকা এক ব্যক্তি জানান, একটি বড় বিস্ফোরণে ভবনটি বিধ্বস্ত হয়, তার পা ও হাত পুড়ে গেছে। তিনি অ্যাম্বুলেন্সে লোকজন বোঝাই করতে দেখেছেন।
ওয়াহিদ নামে ৩০ বছরের এক আফগান জানান, যখন বিস্ফোরণ ঘটেছিল তখন তিনি বাড়িতে ছিলেন। শব্দ শুনে তিনি তখনই মসজিদে ছুটে যান। তার ভাই সেখানে ছিল। তিনি আহতদের সাহায্যের জন্য চিৎকার করতে দেখেছেন।