মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে কারাবন্দির পোশাকে আদালতে হাজির করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি এমন তথ্য জানিয়েছে।
করোনাভাইরাসের বিধি লঙ্ঘন ও উস্কানির অভিযোগে গত সপ্তাহে ৭৬ বছরের সু চিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দণ্ড কমিয়ে দুই বছর করা হয়। তবে সু চিকে কোথায় বা কোন কারাগারে রাখা হয়েছে তা জানা যায়নি।
মিয়ানমারের বন্দীদের জন্য নির্ধারিত সাধারণ পোশাক সাদা টপ ও বাদামী রঙের লুঙ্গি পরে শুক্রবার আদালতে হাজির হয়েছিলেন সু চি। মার্জিত ঐতিহ্যবাহী পোশাক পরার জন্য পরিচিত সু চিকে এবারই প্রথমবার কারাগারের পোশাক পরা অবস্থায় আদালতে দেখা গেছে।
আদালতের একটি সূত্র বলেছে, ‘স্বাভাবিক পোশাকের পরিবর্তে সাদা ব্লাউজ ও বাদামী লুঙ্গি পরে তিনি আদালতে হাজির হন। শীত থাকায় তিনি ওভারকোটও পরেছিলেন।’ স্বাভাবিক সময়ে ব্যবহৃত কানে দুল ও হাতে ঘড়ি ছিল না সু চির।
গত ফেব্রুয়ারিতে সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় সু চিকে গৃহবন্দি করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগে প্রায় ১২টি মামলা করেছে সামরিক জান্তা।