পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রস্তাব করেছেন কাশ্মিরের একটি অংশকে প্রদেশের মর্যাদা দেওয়ার। রোববার গিলগিট শহরে ভাষণকালে এই ঘোষণা দিয়েছেন তিনি।
ইমরান খানের এই প্রস্তাব চীনের সঙ্গে সংযুক্ত এলাকা গিলগিট-বালতিস্তানের ক্ষেত্রেও প্রয়োগ হবে। এই অঞ্চলটি বৃহত্তর কাশ্মিরের অংশ। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর কাশ্মিরকে নিজেদের বলে দাবি করছে ভারত ও পাকিস্তান। স্বাধীনের পরপর ভূ-স্বর্গ হিসেবে পরিচিত এই কাশ্মির নিয়ে লড়াই বাঁধলে কাশ্মিরের একটি অংশ পাকিস্তানের দখলে চলে যায় এবং আরেকটি অংশ ভারতের অধীনতা মেনে নেয়। গিলগিট-বালিস্তান মূল কাশ্মিরের অংশই ছিল।
রোববার ইমরান খান বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসা গিলগিট-বালিস্তানকে অন্তবর্তীকালীন প্রদেশের পর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী অনুরাগ স্রিবাস্তব এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘ভারতীয় অঞ্চল যেটি পাকিস্তানের অবৈধ ও জবরদখলে রয়েছে সেটির বস্তুগত পরিবর্তন আনার প্রচেষ্টা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি।’