‘একটি গন্ধমের লাগিয়া’খ্যাত লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী জানে আলম আর নেই।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সংগীতশিল্পী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন জানে আলম। চিকিৎসার পর করোনামুক্তিও ঘটে তার। কিন্তু পরে নিউমোনিয়ায় আক্রান্ত হন। এতে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আইসিইউতেই মারা যান তিনি।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম এ গায়ক পপ ও ফোকের মিশ্রণে তৈরি গান করে তুমুল জনপ্রিয়তা পান ৭০’র দশকে। জানে আলমের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো।