কিউবার উৎপাদন করা করোনার ‘আবদালা’ টিকার অনুমোদন দিলো ভিয়েতনাম। দেশটির করোনা পরিস্থিতি মোকাবিলায় এর অনুমোদন দেওয়া হয়েছে বলে শনিবার ভিয়েতনাম সরকার জানিয়েছে।
এর আগে করোনার সাতটি টিকার অনুমোদন দিয়েছিল ভিয়েতনাম। তবে এ নিয়ে আটটি টিকার অনুমোদন দেওয়া হলেও দেশটিতে টিকাদানের হার কম। দেশের মোট ৯ কোটি ৮০ লাখ মানুষের মধ্যে মাত্র ৬ দশমিক ৩ শতাংশ মানুষ টিকা পেয়েছে।
গত এপ্রিল থেকে ভিয়েতনামের করোনা পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ৬০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ হাজার ৬৩৭ জন।
শনিবার এক বিবৃতিতে সরকার বলেছে, ‘কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজনের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আবদালা টিকার অনুমোদন দিয়েছে।’