রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে।
মঙ্গলবার কিয়েভের মেয়র ভিটালি ক্লিতসচকো এ ঘোষণা দিয়েছেন।
মেয়র বলেছেন, ‘বিশেষ অনুমতি ছাড়া এবং বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়া ছাড়া শহরের চারপাশে ঘোরাফেরা করা নিষিদ্ধ। রাজধানী হচ্ছে ইউক্রেনের হৃদয় এবং এটি রক্ষা করা হবে। বর্তমানে ইউরোপের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতীক এবং অগ্রগামী অভিযান কেন্দ্র কিয়েভকে আমরা ছেড়ে যাব না।’
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। সোমবার রাজধানী কিয়েভের কুরেনিভকা এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় দুটি আবাসিক ভবন।