ইউক্রেনের খারসন থেকে পিছু হটার কয়েক দিনের মাথায় রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার কয়েকটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে নগরীর সামরিক প্রশাসন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ‘রাজধানীতে হামলা। প্রাথমিক তথ্য অনুযায়ী, পেচেরস্কি (আবাসিক) জেলায় দুটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। কিয়েভ শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসক ও উদ্ধারকারীরা গেছে। আরো বিস্তারিত তথ্য পরে।’
তৃতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে উল্লেখ তিনি লিখেছেন, ‘কিয়েভ শহরের পেচেরস্ক জেলায় আরেকটি আঘাত হেনেছে। এটি বহুতল ভবন।’
ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, কিয়েভে ‘দুটি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত শনাক্ত করা হয়েছে। শত্রুর অস্ত্র আবাসিক ভবনে আঘাত হেনেছে। উদ্ধারকারী ও চিকিৎসকরা ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছেন।’
তিনি জানান, বিমান প্রতিরক্ষা বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।