যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চল থেকে তাদের সেনাদের প্রত্যাহার করেছে। প্রত্যাহার করা রুশ সেনাদের পুনরায় বেলারুশ ও রাশিয়ায় মোতায়েন করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের জেষ্ঠ্য এক কর্মকর্তা একথা জানান।
পেন্টাগনের কর্মকর্তা বলেন, আমরা এখন কিয়েভ কিংবা কিয়েভের উত্তরে কোনো রুশ সেনার উপস্থিতি দেখতে পাইনি। এছাড়া চেরনিহিভের আশেপাশেও আর কোনও রুশ সেনা নেই।’
তিনি আরো বলেন, রাশিয়ার সেনারা উত্তর দিক থেকে বেলারুশ ও রাশিয়ায় প্রবেশ করছে এবং তাদের একত্রিকরণ চলছে। আর আমরা সেটি দেখতেও পাচ্ছি।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধে বন্ধে এখন পর্যন্ত দুই পক্ষ পাঁচ দফা বৈঠক করেছে।