রাস্তায় বিছানো কার্পেট। ফুল দিয়ে সাজানো হুড খোলা গাড়িতে বসে রয়েছে সে। গলায় লাল ফুলের মালা। তাকে দেখতে অগণিত মানুষের ভিড়। এক কথায় সাজসাজ রব। ঢাকঢোল পিটিয়ে কুকুরের চাকরি জীবন থেকে বিদায়ী সংবর্ধনার এমন আয়োজন করা হয় চেন্নাই বিমানবন্দরে।
সোমবার (৮ আগস্ট) ভারতের গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, চেন্নাই বিমানবন্দরে আয়োজিত এই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, হুড খোলা গাড়িটি দঁড়ি দিয়ে উদ্দীপনার সঙ্গে টানছেন জওয়ানরা।
প্রসঙ্গত, পুলিশ বাহিনীতে দাপটের সঙ্গে কাজ করে কুকুরও। তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। কোনো ঘটনার তদন্তে তাদেরও উল্লেখযোগ্য ভূমিকা থাকে। এই কুকুরটিও ছিলো বিশেষভাবে প্রশিক্ষিত।