এক মাসে বন্যার পানিতে ডুবে ১৭ শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে কুড়িগ্রামে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান শুক্রবার (২৪ জুলাই) এসব তথ্য জানিয়েছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।