সর্ম্পক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুয়েতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৭৭ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (০১ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানান।
এছাড়া, ২৪ ঘণ্টায় আরো ৪ জন মৃত্যূবরন করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আব্দুল্লাহ আল-সানাদ বলেন, করোনায় আক্রান্ত ৭০ জন রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। গুরুতর অবস্থায় আছেন ৩৬ জন।
মুখপাত্র আরো বলেন, এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৭৪৫ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৬০২ জন।
আজকে মৃত চারজনই পুরুষ। এদের মধ্যে কুয়েতের একজন, বাংলাদেশি একজন, ভারতীয় একজন এবং মিশরীয় একজন ।
এরা সবাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।