কুয়েতে গ্রেপ্তারকৃত বাংলাদেশের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
রোববার (২৮ নভেম্বর) কুয়েতি সংবাদমাধ্যম আল-রাই এমন তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আদালত পাপুলকে ২৭ লাখ ১০ হাজার দিনার জরিমানা করেছে। দণ্ড শেষ হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দিয়েছে আদালত।
একই মামলায় দোষী সাব্যস্ত হওয়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল-জাররাহকে সাত বছরের এবং নাওয়াফ আল-শালাহিকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১৯ লাখ ৭০ হাজার দিনার করে জরিমানা করা হয়েছে।
মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগে পাপুলকে ২০২১ সালের ৬ জুন কুয়েতের পুলিশ গ্রেপ্তার করে। ১৭ সেপ্টেম্বর এসব মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে একটি মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিদেশের আদালতে দণ্ডিত হওয়ায় ফেব্রুয়ারিতে লক্ষ্মীপুর-২ আসনের এই সংসদ সদস্যের সদস্যপদ বাতিল করা হয়।