কুয়েতে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে জর্ডানের এক শ্রমিকের হাতে এক বাংলাদেশি নাগরিক খুন হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) কুয়েতি সংবাদমাধ্যম আল রাই এমন তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুওয়াইখ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি গুদামের ভিতরে অর্থের লেনদেন নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজন সংঘাতে জড়িয়ে পড়ে। জর্ডানের ওই শ্রমিক বাংলাদেশিকে জোরে ধাক্কা দিলে সে পড়ে যায় ও মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ওই জর্ডানি শ্রমিক পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সে স্বীকার করেছে অনিচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটেছে।
পত্রিকাটি হত্যাকাণ্ডের শিকার ওই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি।