দীর্ঘদিন ধরেই সারা বিশ্বের মতো কুয়েতেও নতুন করে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে। দেশটিতে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা ৷ ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১০৪৮ জন, সুস্থ হয়েছেন ৬৩১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।
১১ ফেব্রুয়ারি দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতীয় দৈনিক আরব টাইমস এ তথ্য নিশ্চিত করে।
সংবাদে আরও বলা হয়েছে, মোট আক্রান্ত হয়েছেন ১৭৫০৩১ জন। মোট মৃতের সংখ্যা ৯৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৬৩৮৯৫ জন। ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ১০৬৫৯ জনের। মোট টেস্টের সংখ্যা ১৬৪০০৪৭ জন। নিয়মিত চিকিৎসাধীন আছেন ১০১৫১ জন এবং আইসিইউতে আছেন ১১৪ জন।
এছাড়া প্রতিদিন রাত ৮টা হতে ভোর ৫টা পর্যন্ত মহল ও রেস্টুরেন্টগুলো বন্ধ রাখতে বলা হয়েছে। সেলুন, বিউটি পার্লার, জিম সেন্টার ও খেলাধুলাসহ খোলা স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।কুয়েতি নাগরিক ও তাদের আত্মীয়স্বজন এবং গৃহপরিচারিকা ছাড়া অন্য দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
উল্লেখযোগ্য হারে কুয়েতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এবং সংক্রমণ রোধেই সরকার সময়োপযোগী পদক্ষেপ নিতে বাধ্য হয়।