ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত ঘোষণা করেছেন, ভারতে নতুন পাস হওয়া কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত কৃষকরা ঘরে ফিরবে না। শনিবার দেশব্যাপী মহাসড়কগুলোতে ট্রাক্টর, ট্রাক রেখে তিন ঘণ্টার ‘চাক্কা’ অবরোধ শেষে তিনি এ কথা বলেন।
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়ার পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’ অক্টোবরের ২ তারিখ পর্যন্ত আন্দোলনের সময় বাড়ানো হতে পারে এবং আইন প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় সরকার ওই পর্যন্ত সময় পাবেন বলেও জানান।
শনিবার উত্তর প্রদেশ, উত্তরখণ্ড ও দিল্লি বাদে ভারতের বিভিন্ন অংশের মহাসড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচী পালন করেন কৃষকরা।কৃষি আইন বাতিলের দাবিতে ভারতে গত বছরের নভেম্বর থেকে কয়েক লাখ কৃষক আন্দোলন করছেন।