ঈদ মানেই শাকিব খানের সিনেমা। এবারের ঈদে তার অভিনীত ‘লিডার– আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তি পায়।
ঈদে মুক্তি পাওয়া আটটি সিনেমার মধ্যে সর্বাধিক হলে প্রদর্শিত হচ্ছে শাকিবের সিনেমাটি। দেশব্যাপী ভালো সাড়া পাচ্ছেন বলেও দাবি এই নায়কের।
তবে, প্রতিবারের মতো এবারও তার সিনেমা ফ্লপ করার জন্য একটা পক্ষ নেমে পড়েছে বলে মনে করেন শাকিব খান। তিনি বলেন, ‘ওই পক্ষটা সব সময় ছিল, হয়তো আগামীতেও থাকবে। শুধু আমার সিনেমার বেলায় না, কোনো সিনেমা ভালো চললে, বা কেউ ভালো করলে তাদের আটকাতে তারা মরিয়া হয়ে যায়। তবে দর্শকের ভালোবাসা যার বা যাদের পক্ষে আছে, তাদের আটকে রাখার সাধ্য কারও নেই। কত চেষ্টাই তো করল, ‘লিডার– আমিই বাংলাদেশ’ কে কি আটকে রাখতে পারল? এদের দর্শকরা চিনে ফেলেছে।’
তপু খান পরিচালিত ‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী।