ইতালির একটি কেবল কার ছিড়ে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে।
রোববার (২৩ মে) দেশটির লেক মাগিওরি এলাকার কাছে এ ঘটনা ঘটেছে।
আলপাইন উদ্ধার সেবা বিভাগের মুখপাত্র ওয়াল্টা মিলান জানিয়েছেন, কেবল কারটি অবকাশযাপন শহর স্ট্রেসা থেকে মোত্তারোনি পর্বতে যাওয়ার জন্য ব্যবহৃত হতো। দুর্ঘটনার সময় এতে ১৫ জন আরোহী ছিল। কেবল ছিড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি জানান, দুই শিশু গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে এক জনের বয়স ৯ ও অপরজনের ৫ বছর। কেবল কারটি বনের মধ্যে পড়ে যাওয়ায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে।
আলপাইন উদ্ধার সেবা বিভাগ এক টুইটে বলেছে, ‘উদ্ধার অভিযান চলছে। দুর্ভাগ্যবশত বেশ কয়েক জন হতাহত রয়েছেন এবং কয়েক জনের অবস্থা গুরুতর।’
গত ২৪ এপ্রিল কেবল কারটি পুনরায় চালু হয়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৫০০ মিটার ওপর দিয়ে যাতায়াত করতো।