রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযোগকারী কের্চ সেতুতে একটি জ্বালানিবাহী ট্যাংকে আগুন লাগার পর যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটেছে। এর পরপরই ইউক্রেনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, রাশিয়ার অবৈধ সবকিছু ধ্বংস করা হবে, সেতু দিয়ে কেবল শুরু হলো।
রাশিয়ার জাতীয় সন্ত্রাসবাদ কমিটি জানিয়েছে, প্রথমে একটি লরি বিস্ফোরণে উড়ে যায়। এরপর সড়ক সেতুর সমান্তরালে থাকা রেল সেতুতে একটি মালবাহী ট্রেনের সাতটি বগিতে আগুন ধরে যায়। এ ঘটনায় তিন জন নিহত হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন ঠিক কী ঘটেছে তা পরীক্ষা করার জন্য এবং মেরামতের তদারকি করার জন্য একটি সরকারি কমিশন গঠন করেছেন।
বিস্ফোরণের পর ইউক্রেনের পার্লামেন্টে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের প্রধান ডেভিড আরাখামিয়া বলেছেন, ‘রাশিয়ার অবৈধ নির্মাণ ধসে পড়তে শুরু করেছে এবং আগুন ধরতে শুরু করেছে। কারণটি সহজ- আপনি যদি বিস্ফোরক তৈরি করেন, আগে বা পরে এটি বিস্ফোরিত হবে এবং এটি কেবল শুরু।’
জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘ক্রিমিয়া সেতু দিয়ে শুরু। বেআইনি সবকিছু ধ্বংস করতে হবে, চুরি হওয়া সবকিছু ইউক্রেনে ফেরত দিতে হবে, রাশিয়ার দখলে থাকা সবকিছু অবশ্যই ফিরিয়ে আনতে হবে।’