ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেক।
মঙ্গলবার (১৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির পর সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।
আল জাজিরা জানায়, কেরালার বহু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় এখনও অনেক মানুষ আটকে রয়েছেন। একইসঙ্গে বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
বাড়তি সতর্কতায় এখনো রাজ্যের ১১টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তবে বৃষ্টিপাত কিছুটা কমায় গতি বেড়েছে উদ্ধারে। বন্যাকবলিত এলাকায় অভিযান চালাচ্ছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে জরুরি ত্রাণ সহায়তা। তবে বুধবার থেকে আবারো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করছে দেশটির আবহাওয়া বিভাগ।
উল্লেখ্য, সোমবার উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, রাজস্থান, দিল্লিসহ ভারতের আরো ১০টি রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে উত্তরাখণ্ডে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায় পাঁচ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন দুজন।