ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) বিবিসি জানায়, ভারী বৃষ্টিপাতের ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে রাজ্যটির কোয়াট্টাম ও ইড্ডুকি জেলায়। কোট্টায়ামে অনেক বাড়ি পানিতে ভেসে গেছে, আটকা পড়েছে অনেক মানুষ। এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কর্তৃপক্ষ আহত ও আক্রান্তদের জন্য কাজ করছে। এদিকে, রাজ্য সরকারের অনুরোধে সেনা, নৌ ও বিমান বাহিনী সিভিল প্রশাসনকে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ১১টি দল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত ৮ জন নারী ও ৭ শিশুসহ ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত নগরায়নের প্রভাব পড়া কেরালায় বন্যার হানা নতুন কিছু নয়। ২০১৮ সালে রাজ্যটিতে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৪০০ জন নিহত ও ১০ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছিলেন।