সম্পর্ক ডেস্ক: ওয়েস্ট পাম বীচ, ফ্লোরিডা: ২৫ সব বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার কর্মকর্তারা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভার্চুয়াল মিটিং এর আয়োজন করে। এতে অ্যাসোসিয়েশনের প্রায় সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ থেকে সভায় যোগদান করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান।
এসোসিয়েশনের কর্মকর্তারা বহুদিন পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একত্রিত হতে পেরে আনন্দিত হয়েছি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশনে অফ ফ্লোরিডা র সভাপতি এম রহমান জহির এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ।
সভার শুরুতে করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ।পাশাপাশি যারা অসুস্থ হয়েছেন তাদের জন্য দোয়া কামনা করা হয়। সভার মূল বিষয় ছিল কভিড- ১৯ এবং করোনা। সভায় বক্তারা এই মহামারীর অবস্থা সম্পর্কে দেশ এবং দেশের বাইরে কি পরিস্থিতি রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ফ্লোরিডার সর্ববৃহৎ সংগঠন বরাবরের মতো কি করে মানবতার সেবায় এগিয়ে আসতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
প্রধান উপদেষ্টা মোঃ ইমরান সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতি সকলকে অবহিত করেন এবং চট্টগ্রামে উদ্ভূত আশঙ্কাজনক পরিস্থিতি সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করে সাহায্যের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন করনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের লাশ দাফন এবং তাদের সৎকর্ম করার জন্য তেমন কোন সংগঠন এগিয়ে আসছে না। এ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সংগঠন গাউছিয়া বাংলাদেশ দল মত ধর্ম নির্বিশেষে এই মানবতার কাজটুকু করার জন্য এগিয়ে আসছেন।
প্রধান উপদেষ্টা মোঃ ইমরান এই কাজে সহযোগিতা করার জন্য একটি অ্যাম্বুলেন্স দেয়ার প্রস্তাব রেখেছেন যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংগঠনের সভাপতি এম রহমান জহির এ ব্যাপারে সব সদস্যের সাহায্য-সহযোগিতার উদাত্ত আহ্বান জানান । সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ সবাইকে কথা বলার সুযোগ দেন । সভায় সদস্যরা তাদের নিজস্ব এলাকায় এবং ফ্লোরিডায় ত্রান কাজ চালিয়ে যাচ্ছেন জানান।
সকল সদস্য অ্যাম্বুলেন্স এর জন্য অবিলম্বে টাকা সংগ্রহ করে অ্যাম্বুলেন্সটি হস্তান্তরের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করা হয় ।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা বরাবরের মতই মানবতার কাজে এগিয়ে আসবে এটাই আমাদের মূল লক্ষ্য। অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফাএই ভার্চুয়াল মিটিং এর হোষ্ট হিসেবে কাজ করেছেন।
সভায় যারা উপস্থিত ছিলেন তারা হলেন সৈয়দ হারুন, রানা হক , ইফতেখার হোসেন রিঙ্কু , কবীর চৌধুরী তুহিন, আওয়ালে দয়ান , মোহাম্মদ মহসিন, রেজাউল ইসলাম , জনি এস জনি, আনোয়ারুল করীম শাহীন , মোহাম্মদ হারুন চৌধুরী, মোহাম্মদ খোরশেদ , এস আই জুয়েল , তামান্না আহমেদ , মুলসারি খানম , অসীম রায়, রাশেদ চৌধুরী টিটু, তৌহিদুল আলম টিটু প্রমুখ।
এছাড়াও সভায় যে সকল সদস্য বা উপদেষ্ঠাবৃন্দ যোগদান করতে পারেননি পরে তারা অ্যাম্বুলেন্স প্রদানের মহান উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তারা হলেন সিনিয়র উপদেষ্টা সৈয়দ হারুন, সিনিয়র উপদেষ্টা আব্দুল মাহফুজ , সিনিয়র উপদেষ্টা এমরানুল হক চাকলাদার , ডাইরেক্টর মোহাম্মদ শাহেদ , ডাইরেক্টর হাবিব প্রমুখ।