রেজাউল ইসলাম:–পিল রিজিওনাল পুলিশ বলেন যে, এয়ারপোর্ট ডিভিশন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরো আন্তর্জাতিক ফ্লাইটে পিয়ার্সনে আসা এডমনটনের এক ব্যক্তির বিরুদ্ধে জাল কোভিড ১৯ কাগজপত্র ব্যবহার করার কারনে চার্জ গঠন করেছে।
যখন বর্ডার অফিসাররা আন্তর্জাতিক ভ্রমনের কাগজপত্র ইন্সপেকশন করছিল তখন কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি(সিবিএসএ) কে সহায়তা করার জন্য মার্চের ১৯ তারিখ বিকেল ৪:০০ টার দিকে একটি নোটিফিকেশন আসে। সেই অনুসারে পাব্লিক হেলথ এজেন্সি আরো অধিক ইন্সপেকশন করে এই সিদ্ধান্তে আসে যে কাগজপত্র গুলির মধ্যে একটি কাগজ জাল বা ভুয়া।
বেআইনিভাবে এবং জেনেশুনে জাল কাগজ ব্যবহার করার কারনে ৪৫ বছর বয়স্ক এডমনটনের এক ব্যক্তিকে গ্রেফতার এবং চার্জ গঠন করা হয়েছে। গত মার্চ ২২ তারিখে ব্রামটনের একটি কোর্টে বেইলের শুনানির জন্য উক্ত ব্যক্তি হাজির হয়। উল্লেখিত ব্যক্তি সুনির্দিষ্ট কিছু শর্ত সহকারে মুক্তি পান এবং পাব্লিক হেলথ এজেন্সি কানাডার কিছু প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পিয়ার্সন এয়ারপোর্টে সিবিএস এর কাছে ফেরত আসেন।
Photo credit: CP24