রেজাউল ইসলাম:–জনসন এন্ড জনসন সহ কানাডা যখন ১.৯ মিলিয়ন ভ্যাক্সিন গ্রহন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কানাডিয়ানদের মধ্যে যখন ভ্যাক্সিন গ্রহনের হার বৃদ্ধি পাচ্ছে,সিটিভি নিউজ সেই সময় হেলথ কানাডা কর্তৃক অনুমোদিত অথবা খুব শীঘ্রই যে সব ভ্যাক্সিন কানাডাতে পাওয়া যাবে সেই সব ভ্যাক্সিনের মধ্যে পার্থক্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে।
ফাইজার
কানাডার প্রথম অনুমোদিত ফাইজার বাইওটেক ভ্যাক্সিন প্রথম ডোজ নেওয়ার পর ৫২.৪ শতাংশ কার্যকর। ভ্যাক্সিনটির দ্বিতীয় ডোজ ৪ মাস পর নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। NACI উল্লেখ করেছে যে, যত বেশি মানুষ ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়ে ভ্যাক্সিনেট হবে তত বেশি কমিউনিটিতে সংক্রমণ হ্রাস পাবার সম্ভাবনা দেখা দিবে।
মডার্না
২০২০ সালে ডিসেম্বরের শেষে হেলথ কানাডা মডার্না ভ্যাক্সিন অনুমোদন দেয়। এই ভ্যাক্সিনটি প্রথম ডোজ নেওয়ার পর ৮০ শতাংশ কার্যকর এবং ১৪ দিন পর এর কার্যকরিতা ৯২ শতাংশে উন্নিত হয় । দুই সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়ার পর ভ্যাক্সিনটি ৯৪ শতাংশ কোভিড-১৯ সংক্রমণ রোধে কার্যকর।
এস্ট্রোজেনিকা
এস্ট্রোজেনিকা ভ্যাক্সিন অনুযায়ী, ভ্যাক্সিনটি নেওয়ার ২২-৯০ দিন পর ৭৬% কার্যকারিতা পাওয়া যায়। কানাডা গর্ভামেন্টের মতে, প্রথম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে বিরতি সময় বৃদ্ধির ফলে এস্ট্রোজেনিকার কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। প্রথম ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর দ্বিতীয় ডোজ প্রায় ৬৩% কোভিড-১৯ রোধে কার্যকর কিন্তু যখন প্রথম ডোজ নেওয়ার ১২ সপ্তাহ বা আরো বেশি সময় পরে দ্বিতীয় ডোজ নেওয়া হয় তখন তা কোভিড-১৯ রোধে ৮২% কার্যকর, সেই সংগে রোগ প্রতিরোধ ক্ষমতাও সময়ের সাথে সাথে বাড়াতে থাকে।
জনসন এন্ড জনসন
জনসন এন্ড জনসন কানাডাতে অনুমোদনপ্রাপ্ত প্রথম সিংগেল ডোজ ভ্যাক্সিন। ভ্যাক্সিনটি নেওয়া দুই সপ্তাহ পর ৬৬% কোভিড-১৯ রোধে কার্যকর এবং সময়ের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে থাকে।