রেজাউল ইসলাম:-অন্টারিও কোভিড-১৯ র বৈজ্ঞানিকদের সংস্থা মনে করেন যে, অন্টারিওতে বি.১.১.৭ ভ্যারিয়েন্ট বাহিত ক্রমবর্ধমান কোরোনা ভাইরাস নতুন আক্রান্তের কারনে অন্টারিওতে অতীতের যে কোন সময়ের চেয়ে আরো কঠিন লক-ডাউন দেওয়ার প্রয়োজন হতে পারে।
ডাঃ পিটার জুইনি বলেন, অন্টারিও বর্তমানে একই সময়ে দুইধরনের বৈশ্বিক মহামারীর অভিজ্ঞতা নিচ্ছে, একটি হচ্ছে পুরোনো ভ্যারিয়েন্ট যা ভালোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং নিন্মগামি, অন্যটি হচ্ছে, যুক্তরাজ্যে সনাক্ত বি.১.১.৭ ভ্যারিয়েন্ট যা আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং যা বর্তমানে সবচেয়ে উদ্বেগের কারন হয়ে দাড়িয়েছে।