সম্পর্ক ডেস্ক :-যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মহামারি পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কাজকর্ম না থাকায় খাদ্য সংকটও দেখা দিয়েছে এসব পরিবারে। এজন্য ত্রাণ বিতরণের লাইনেও দেখা গেছে উপচেপড়া ভিড়।
আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের সংগ্রহে যে পরিমাণ খাদ্য সামগ্রী আছে, তা দিয়ে আড়াই হাজারের বেশি পরিবারকে সহযোগিতা করা যাবে। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ১৬ কেজি চাল, ডাল, ফ্রোজেন মুরগি, কমলা ও অন্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে খাদ্য সামগ্রীর জন্য এত বেশি মানুষ ভিড় জমিয়েছিল যে, অপেক্ষমাণ গাড়ির লাইন প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ হতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হাজার হাজার শ্রমজীবী মানুষ নতুন করে সরকারি খাদ্য সহায়তা চেয়ে আবেদন করছেন। আপাতত তাদের মাঝে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণের জন্য বেশ কিছু উদ্যোগ দেখা যাচ্ছে। সেখানে উপচে পড়ছে মানুষ। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে দেখা যাচ্ছে তাদের।
কোভিড-১৯ মহামারির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে অনত্যাবশ্যকীয় কার্যক্রমগুলো বন্ধ রাখা হয়েছে। স্টে অ্যাট হোম আদেশের আওতায় রয়েছেন ৯০ শতাংশের বেশি মানুষ। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তর-পূর্বাঞ্চলীয় অংশের শ্রমজীবী দরিদ্র ল্যাটিনো পরিবারগুলো। লস অ্যাঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংক বিনামূল্যে খাদ্য বিতরণের কাজ করছে।