অখিল সাহা, টরন্টোঃ অতিমারী কোভিড-১৯ এর বিশ্বব্যাপী আতংকের মধ্যে গৃহবন্দী প্রবাসীদের মধ্যে অনলাইন অংকন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ। প্রতিযোগিতার বিষয়বস্তু কোভিড-১৯। বয়সভিত্তিক মোট ৪টি গ্রæপে, তথা ৪ থেকে ৮ বছর, ৯ থেকে ১৩ বছর, ১৪ থেকে ১৮ বছর এবং ১৮ বছর উর্ধ্বে বয়স্ক, এই প্রতিযোগিতার ছবি আহ্ববান করা হয়েছে।
কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম প্রবাসী সকল বয়েসী আগ্রহীদেরকে উক্ত অংকন প্রতিযোগিতায় অংশগ্রহনের আহ্ববান জানিয়েছেন। তাঁরা মনে করেন, অতিমারী কোভিড-১৯ এর কারণে গৃহবন্দী মানুষ এই ধরণের প্রতিযোগিতা প্রবাসীদেরকে পারিবারিক ও মানসিকভাবে ভাল থাকতে সাহায্য করবে। পরিবারের সব বয়েসী মানুষের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। প্রতিযোগিতার ছবি প্রেরণসহ কানাডা উদীচীর সাথে সকল প্রকার যোগাযোগের জন্য ই-মেইল: canadaudichi@gmail.com। ছবি প্রেরণের সর্বশেষ সময়সীমা আগামী ৩১শে মে রবিবার রাত্র ১১টা ৫৯ মিনিট।