করোনার সংক্রমণ বাড়ায় চীনের সাংহাইয়ে কর্তৃপক্ষ কঠোর থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করছে। আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখতে কয়েকটি এলাকার বাসিন্দাদের তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে পুলিশ। এ নিয়ে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে ওই বাড়ির মালিকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, পুডং জেলার কয়েকটি আবাসিক ভবনকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওই ভবনগুলো খালি করতে গেলে বাসিন্দারা বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালায়। হ্যাজমেটে স্যুট পরা পুলিশ সদস্যরা বাসিন্দাদের টেনে হিচড়ে ও পিটিয়ে বাড়ি থেকে বের করছিল। এ সময় ওই সব ভবনের প্রতিবেশীরা চিৎকার করছিল। পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে কয়েক জনকে গ্রেপ্তারও করা হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে সাংহাইয়ের অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর বিধিনিষেধ ও খাদ্য সরবরাহের ঘাটতি সম্পর্কে অভিযোগ করেছেন। অনেকে জানিয়েছেন, তাদের শাকসবজি, মাংস ও ডিমের সরকারি সরবরাহের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কঠোর লকডাউনের কারণে ডেলিভারি পরিষেবা, খুচরা দোকানের ওয়েবসাইট এবং সরকারী সরবরাহের ওপর ব্যাপক চাপ পড়েছে।