রেজাউল ইসলাম:-ফেডারেল গর্ভামেন্ট কর্তৃক কোভিড-১৯ সংক্রমণের জন্য গঠিত কোয়ারেন্টিন হোটেল পলেসির বিরুদ্ধে উন্থাপিত কন্সটিটিউশনাল রাইটস এডভোকেসি গ্রুপের ইঞ্জাংশনের আবেদন অন্টারিও কোর্ট বাতিল করে দিয়েছে। ফলে তারা কেসটি হেরে গেছেন। দি কানাডিয়ান কন্সটিটিউশন ফাউন্ডেশন কানাডাতে আসা আন্তর্জাতিক যাত্রীদের জন্য গঠিত সরকারের পলেসি সাংবিধানিক কিনা সেই ক্ষেত্রে কোর্টের রুলিংয়ের জন্য অপেক্ষা করছিল। দি ফাউন্ডেশন পাঁচ জন ব্যক্তির পক্ষে এই কেসটি লড়ছিল। এই পাচ জনের মধ্যে তিনজনকে তাদের আত্নীয়দের মৃত্যুর কারনে কানাডা থেকে বাইরে যেতে হবে।
এডভোকেসি গ্রুপের লিটিগেশন ডাইরেক্টর ক্রিস্টিন ভ্যান গিয়ান বলেন, ” এই ফলাফল আমরা আশা করি নি কিন্তু কোর্ট আবেদনকারীদের পক্ষে আমরা যে চ্যালেঞ্জ করেছি তা সহানুভূতির দাবী রাখে এবং সাংবিধানিক প্রশ্নের বিষয়ে যে সব মেরিট রয়েছে সেগুলিরও শুনানি হওয়া জরুরী বলে মনে করে। কোর্ট এটাও স্বীকার করে যে, সেকশন ৭ চার্টার অনুযায়ী আবেদনকারীদের লির্বার্টি ইন্টারেস্ট এই কোয়ারেন্টিন পলেসি দ্বারা সীমাবদ্ধ হচ্ছে। বিচারপতি ফেড্রিক এল মায়ার্স ইঞ্জাংশনের আবেদন বাতিল করে পলেসির সাংবিধানিক প্রশ্নের শুনানির বিষয়টি সামনে রেখেই বলেন, কয়েক সপ্তাহের ভিতর আবেদনকারীরা তেমন কোন অপূরনীয় ক্ষতির সম্মূখীন হবে না। মায়ার্স আরো বলেন, জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনায় নিয়ে কোভিড-১৯ এর সংক্রমণ এবং ভাইরাসের ভ্যারিয়েন্ট থেকে রক্ষার জন্য যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তা ইঞ্জাংশনের পক্ষে যুক্তিতর্ককে দুর্বল করে দেয়। মায়ার্স বলেন,এখানে আসা প্লেনগুলিতে কোভিড-১৯ এবং ভ্যারিয়েন্ট বহন করে নিয়ে আসার স্বপক্ষে অসংখ্য প্রমাণ আছে যা কিনা ক্রমবর্ধমান স্বাস্থ্য ঝুঁকির কারন হচ্ছে।
সাংবিধানিক প্রশ্নে মেন্ডেটরী হোটেল কোয়ারেন্টিনের উপর শুনানি তরান্বিত করার জন্য সিসিএস কোর্টে আবেদন করেছে। যাত্রীরা কানাডার চারটি আন্তর্জাতিক এয়ারপোর্টে দৈনিক ভিত্তিতে আসছে যেটি খুব জরুরী ইস্যু। “আমরা পুরো সাংবিধানিক প্রশ্নের শুনানির জন্য অপেক্ষা করছি।”
Picture credit: CTV NEWS