রেজাউল ইসলাম:–ক্যানাডিয়ান ন্যাশনাল এডভাইজারি কমিটির দুইজন অফিসিয়াল গত সোমবার স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ৫৫ বছরের নিচে ব্যক্তিদেরকে আস্ট্রজেনিকা কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানে বিরতি দেওয়ার পক্ষে সুপারিশ করেছেন।
অফিসিয়ালরা নিশ্চিত করেছেন যে,ঘোষণা ছাড়া যেহেতু তাদের জনসম্মুখে কথা বলার অনুমতি নেই তাই সুপারিশটি নামহীনভাবে প্রকাশ করা হয়েছে। এটি সুপারিশ হিসাবেই থাকবে এবং প্রতিটি প্রভিন্স তা অনুসরণ করবে কি করবে না তা তাদের ব্যাপার।
মানিটোবা ভ্যাক্সিন ইমপ্লিমেনটেশন টাক্স ফোর্সের ডাঃ জস রেইমার বলেন, এই অনুসন্ধান স্বত্তেও ইউরোপে আস্ট্রজেনিকা ভ্যাক্সিনের সাথে সম্পর্কিত রক্ত জমাট বাধার ক্রমবর্ধমান ঝুঁকি খুবই বিরল কিন্তু প্রাথমিক পর্যায়ে ইউরোপে কম বয়সী নারীদের মধ্যে মারাত্নক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। সুতরাং যথেষ্ট সতর্কতা অবলম্বনের জন্য, মানিটোবা যারা ৫৫ বছর বয়স এবং তার উপরে বয়স তাদের জন্য এই ভ্যাক্সিন সুপারিশ করে। রেইমার বলেন, আমরা এই বিরতি দিয়েছি যাতে করে ইউরোপে যা হচ্ছে তা আরো তথ্যের ভিত্তিতে ভালোভাবে বুঝতে পারি।