গত বছর ক্যাপিটল হিলে যে দাঙ্গা বেধেছিল তা থামানোর কোনো চেষ্টাই করেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তার যেসব উপদেষ্টা দাঙ্গা থামাতে এগিয়ে আসার অনুরোধ করেছিলেন তাদেরকে ধমক দিয়েছিলেন ট্রাম্প। ক্যাপিটলের দাঙ্গার বিষয়ে কংগ্রেসের তদন্তের শুনানিতে সাক্ষীদের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে কমিটি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের অধিবেশন চলছিল। ওই সময় ট্রাম্প সমর্থকরা কংগ্রেস ভবনে ঢুকে তাণ্ডব চালায়। এ ঘটনার প্রায় এক বছরের তদন্ত শেষে ডেমোক্রেট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটি ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজনের সাক্ষ্যের ভিডিও ক্লিপ উপস্থাপন করে বৃহস্পতিবার।
তদন্ত কমিটির ভাইস-চেয়ার লিজ চেনি বলেছেন, ‘যারা আমাদের ক্যাপিটল আক্রমণ করেছে এবং ঘন্টার পর ঘন্টা আইন প্রয়োগকারী সংস্থার সাথে লড়াই করেছে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিল: নির্বাচনে কারচুপি হয়েছিল এবং তিনিই ন্যায্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প জনতাকে ডেকে পাঠান, জনতাকে একত্রিত করেন এবং এই হামলার শিখা জ্বালিয়ে দেন।’
চেনি জানান, ক্যাপিটলকে রক্ষার জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে কিছু বলেননি ট্রাম্প। বরং ওই কাজটি করেছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।