দায়িত্ব গ্রহণের ৪০ দিনের মাথায় প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কায় পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েও পার পাচ্ছেন না তিনি। লিজ ট্রাসকে সরানোর জন্য তার দলের এমপিরাই চেষ্টা করছেন।
নির্বাচনী প্রচারে কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে না পারায় তিনি পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন।
ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১০০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য (এমপি) লিজ ট্রাসের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি জমা দিতে প্রস্তুত। তার নিজ দলের এমপিরা মনে করছেন, ট্রাসকে দিয়ে বেসামাল হয়ে পড়া অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব না। এ কারণে তার পদত্যাগ করায় উত্তম। এমপিদের অনেকে মনে করছেন, ট্রাসকে সরিয়ে দিয়ে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া উচিত।