উত্তর কোরিয়ার পরে এবার দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। বুধবার (১৫ সেপ্টেম্বর) সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছেন রয়টার্স।
দক্ষিণ কোরিয়াই প্রথম দেশ যেটি পারমাণবিক অস্ত্রধর না হয়েও এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
এর কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলো প্রায় ৬০ কিলোমিটার উচ্চতা দিয়ে প্রায় ৮০০ কিলোমিটার দূরে গিয়ে বিধ্বস্ত হয়।
রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের কয়েক ঘণ্টা পর দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরীক্ষা চালানো সময় হাজির ছিলেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে।
কিংস কলেজ লন্ডনের কোরিয়া বিশেষজ্ঞ রামন পাচিও পারদো বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র তৈরিতে অনেক অভ্যন্তরীণ ও বৈদেশিকভাবে রাজনৈতিক ও আইনি বাধার সম্মুখীন হবে দক্ষিণ কোরিয়া। তাই উত্তর কোরিয়াকে ঠেকাতে এবং নিজেকে শক্তিশালী কোরিয়া প্রমাণ করতে দেশটি অন্যান্য সামর্থ্যের উন্নয়ন করছে।’