ভয়াবহ বন্যার কবলে পড়েছে বেলজিয়াম। গত কয়েক দশকের মধ্যে এই রকম পরিস্থিতির শিকার হয়নি দেশটি।
শনিবার দক্ষিণের শহর ডাইন্যান্টে দুই ঘণ্টার বজ্রসহ বৃষ্টিপাতে সড়কে থাকা গাড়ি ভেসে গেছে, ডুবে গেছে ফুটপাত। অবশ্য এ ঘটনায় কারো মৃত্যু হয়নি।
১০ দিন আগে ডাইন্যানেন্টে বন্যা পরিস্থিতি দেখা দেয়। বন্যায় এখন পর্যন্ত এখানে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
নগরীর প্রাক্তন মেয়র রিচার্ড ফোরনাক্স বলেছেন, ‘ডাইন্যান্টে ৫৭ বছর ধরে আমি বাস করছি এবং আমি কখনোই এ ধরনের কিছু দেখিনি।’
বেলজিয়ামের টেলিভিশন চ্যানেল আরটিএল টিভি জানিয়েছে, খাড়া রাস্তায় বৃষ্টির পানির তোড়ে প্রায় অর্ধশত গাড়ি ভেসে গেছে, পরে এগুলো একটি ক্রসিংয়ে এসে স্তুপ হয়েছে, ডুবে গেছে ফুটপাত। ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। ঝড়ে একই ধরনের বিপর্যয় ঘটেছে পাশের ছোট শহর আনহিতে। তবে এখানে কোনো প্রাণহানি ঘটেনি।