ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিশ্ব খাদ্য সংকটের কারণে ‘মানবিক বিপর্যয়ের’ মুখোমুখি হতে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এই সতর্কবার্তা দিয়েছেন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুদ্ধ অব্যাহত থাকলে খাদ্যমূল্যের বৃদ্ধি রেকর্ড ছাড়িয়ে যাবে। এর ফলে বিশ্বের কয়েক কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাবে এবং চরম অপুষ্টির শিকার হবে।
বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর খাদ্যপণ্যের দাম ৩৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র জনগোষ্ঠী, যারা কম খেতে বাধ্য হবে এবং স্কুলে যাওয়ার মতো অর্থ থাকবে না।
ওয়াশিংটনে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠকের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে মালপাস বলেছেন, ‘এটি একটি মানবিক বিপর্যয়, যার অর্থ অপুষ্টি বাড়বে। কিন্তু এটি সেসব সরকারের জন্য একটি রাজনৈতিক চ্যালেঞ্জ, যারা এ ব্যাপারে কিছুই করতে পারে না, তারা এটি ঘটায়নি এবং তারা শুধু দাম বাড়া দেখবে।’
দাম ব্যাপক হারে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি সব ধরনের তেল ও খাদ্য শস্যের ওপর প্রভাব ফেলছে এবং অন্যান্য ফসল যেমন ভুট্টার দাম বাড়ছে, কারণ গমের দাম বাড়লে এগুলোর দাম বেড়ে যায়।’
বৈদেশিক ঋণকে এই মুহূর্তে দরিদ্র দেশগুলোর জন্য সংকটের মধ্যে সংকট বলে উল্লেখ করে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলেছেন,‘কিছু দেশের এগুলো ঘটছে, আমরা জানি না এটি কতদূর যাবে। এই মুহূর্তে সবচেয়ে দরিদ্রতম দেশগুলির প্রায় ৬০ শতাংশ হয় ঋণ সংকটে রয়েছে বা ঋণের সংকটে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।’