সম্পর্ক ডেস্ক: আফগানিস্তানের বিখ্যাত মাজার-ই-শরীফ মসজিদে অনাহারে এক হাজারের বেশি কবুতরের মৃত্যু হয়েছে। মসজিদটি করোনাভাইরাসের কারণে বন্ধ করে দেয়া হয়েছে। মসজিদের তত্ত্বাবধায়করা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
আফগানিস্তানে লকডাউন শুরু হওয়ার আগে মসজিদটি কবুতরের ঝাঁকের জন্য দর্শনীয় স্থান হিসেবে পরিচিত ছিল। মুসল্লিরা কবুতরগুলোর জন্য নিয়মিত খাবার নিয়ে আসতেন।
মসজিদের হেড অব কালচারাল অ্যাফেয়ার্স কাইয়ুম আনসারী বলেন, ‘প্রতিদিন প্রায় খাবারের অভাবে ৩০টি কবুতর মারা যায়। সাম্প্রতিক সপ্তাহে এক হাজারেরও বেশি কবুতর অনাহারে মারা গেছে।’
মাজার-ই-শরীফ মসজিদে কবুতরের উপস্থিতি কয়েক দশক ধরে রয়েছে এবং অনেকেই তাদের পবিত্র হিসেবে বিবেচনা করেন।
মসজিদের তত্ত্বাবধায়ক আহমেদ নাবিদ বলেন, ‘কবুতরগুলোকে দর্শনার্থীরা খাওয়াতেন কিন্তু তালাবদ্ধ হওয়ার পর থেকে কেউ আসেনি।’
স্থানীয় প্রশাসন বলেছে, মসজিদ কমিটি অনুমতি দিলে পাখিগুলোর খাবারের ব্যবস্থা কর্তৃপক্ষ করবে। বালখ প্রদেশের গভর্নরের মুখপাত্র মুনির ফরহাদ বলেন, ‘তাদের পাখির খাবার আমরা কিনে দেব।’
Very sad for those innocent birds. The Masjid committee are very irresponsible
It is very unfortunate😥