ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এতে বেশ হতাহতের দাবী করেছে ইউক্রেন। কিয়েভের পর খারকিভ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর।
রোববার (৩ এপ্রিল) ওই অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর ওলেহ সিনেহুবভ বলেন, সন্ধ্যায় দখলদাররা খারকিভের স্লোবিডস্কি জেলায় গোলাবর্ষণ করেছে।
তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত, মৃত এবং আহতদের মধ্যে বেসামরিক জনগণ রয়েছে। এ পর্যন্ত শিশুসহ ২৩ জন প্রাণ হারিয়েছেন।
এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের এলাকাগুলো থেকে পিছু হটেছে রাশিয়ার সেনারা। তবে পিছু হটার আগে শহরতলিগুলোতে লাশের স্তুপ রেখে গেছে রুশ সেনারা।