ইউক্রেনের দক্ষিণের খারসন অঞ্চলে ‘তীব্র যুদ্ধের’ জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই অঞ্চলে রাশিয়ার বাহিনী ইউক্রেনীয় হামলার মুখে পিছু হটতে বাধ্য হয়েছে। রুশ বাহিনীর দিনিপ্রো নদীর পশ্চিম তীরে আটকে পড়ার ঝুঁকি রয়েছে। আট মাস আগে ইউক্রেন আক্রমণের প্রথম দিন থেকে খারসনের প্রাদেশিক রাজধানী রাশিয়ার দখলে ছিল। গত সপ্তাহে রাশিয়া তাদের অনুগত বাসিন্দাদের খারসন অঞ্চল ছেড়ে দিনিপ্রো নদীর পূর্ব তীরে পালিয়ে যেতে পরামর্শ দিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ জানিয়েছেন, রাশিয়ার বাহিনীর শহর ছেড়ে যাওয়ার প্রস্তুতির কোনও লক্ষণ নেই।
আরেস্টোভিচ মঙ্গলবার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘খারসনের সাথে সবকিছু পরিষ্কার। রাশিয়ানরা পুনরায় আসছে, সেখানে তাদের গ্রুপ শক্তিশালী করছে। এর মানে হচ্ছে, কেউ প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছে না। বিপরীতভাবে বলতে গেলে, খারসনে সবচেয়ে তীব্র যুদ্ধ হতে চলেছে।’
রুশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, নিরাপত্তার প্রয়োজনেই খারসন থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।