ইউক্রেনের খারসন শহর থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রবল আক্রমণের মুখে সেনা প্রত্যাহার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ওই সময় থেকে ইউক্রেনের কেন্দ্রীয় শহরগুলোর মধ্যে একমাত্র খারসনই ছিল রুশদের দখলে। খারসন থেকে এই সেনা প্রত্যাহারের অর্থ হচ্ছে, ইউক্রেনের দিনিপ্রো নদীর পুরো পশ্চিম উপকূল থেকে পিছু হটে যাচ্ছে মস্কো। এর ফলে ইউক্রেন যুদ্ধ ভিন্ন দিকে মোড় নিতে পারে আশা করা হচ্ছে।
ইউক্রেনে রাশিয়ার কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন জানিয়েছে, শহরে আর সরবরাহ ব্যবস্থা বজায় রাখা সম্ভব হচ্ছে না।