বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার (২৫ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে তারা ঢাকায় পৌঁছান।
তিন চিকিৎসক হলেন- ডা. ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন ও হামিদ আহমেদ আবদুর রব। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ে অত্যন্ত অসুস্থ এটা আমরা বারবার বলছি।
তিনি আরও বলেন, সোমবার রাতেও তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সকালে ম্যাডামের চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনো সিসিইউতে আছেন।