খুলনায় এখন পর্যন্ত করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৪ জন। আক্রান্তদের মধ্যে ৮০৯ জন নারী ও শিশু মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
রোববার (৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনায় নারী ও শিশুর করোনায় আক্রান্তের হার ৩৪ শতাংশ। যার মধ্যে নারী ২৯ শতাংশ ও শিশু ৫ শতাংশ। আর পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে ৬৬ শতাংশ। মোট আক্রান্তের মধ্যে নারী ৬৮৪, শিশু ১২৫ ও ১ হাজার ৫৫৫ জন পুরুষ রয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ৪৪৮ জন।
জেলা সিভিল সার্জন দপ্তর থেকে আরো জানা যায়, মোট আক্রান্তের মধ্যে খুলনা মহানগরেই সর্বোচ্চ ১ হাজার ৮৬৭ জন রয়েছে। আর জেলায় ৪৯৭ জন। এরমধ্যে ফুলতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সর্বোচ্চ ১১৯ জন আক্রান্ত হয়েছে।