গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও মহানগরে নতুন করে আরো ৯২ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে এখন পর্যন্ত খুলনায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০০ জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার খুমেকের আরটি-পিসিআর মেশিনে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ১০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। যার মধ্যে ৯২ জন খুলনা জেলা ও মহানগরীর। আর সোমবার খুলনার নমুনা ছিলো ২৬৮টি।
এছাড়াও চার জন যশোর ও বাগেরহাটে, ২ জন সাতক্ষীরায় ও পিরোজপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে ৬৬ শতাংশ পুরুষ, ২৯ শতাংশ নারী ও ৫ শতাংশ শিশু।