খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার রাত ৮টার পরপরই সাতক্ষীরা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা শামীম পরিবহনের বাস চুকনগর (মালতিয়া) মাছের আড়তের সামনে ওভারটেক করার সময় ইজিবাইককে ধাক্কা দিলে চালকসহ তিনজন গুরুতর আহত হন।
এ সময় আহতদের পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকচালক ইউনুস আলী (৪৫) ও যাত্রী হাবিবুর রহমানকে (৩৫) মৃত ঘোষণা করেন। আহত অপর যাত্রী রাজিবুল ইসলামকে (৪০) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতরা সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, ঘাতক বাসটি গতিপথ পরিবর্তন করে খুলনার দিকে গিয়ে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সন্নিকটে এসে বাসটি ফেলে চালকসহ সকল স্টাফ পালিয়ে যায়।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাতক্ষীরার শ্যামনগর থেকে একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ডুমুরিয়ার চুকনগর এলাকায় বেপরোয়া গতির বাসটি একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।