সম্পর্ক ডেস্ক:আজ খ্যাতিমান সাংবাদিক জ.ই. মামুনের জন্মদিন।সম্পর্ক পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
১৯৬৯ সালের এই দিনে পটুয়াখালী জেলার কলাপাড়ায় জন্মগ্রহণ করেন মামুন। বাবা গাজী আব্দুল লতিফ ও মা জয়নব বেগমের ছয় সন্তানের মধ্যে তিনি প্রথম।
জ. ই. মামুন ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজে সাংবাদিকতা শুরু করেন। প্রতিবেদন তৈরি থেকে শুরু করে প্রকাশনার নানা কাজে তিনি সম্পৃক্ত ছিলেন। তবে ১৯৯২ সালে দৈনিক ভোরের কাগজে শিক্ষানবিস প্রতিবেদক হিসেবে যোগ দেন। তখন তার ধ্যান-জ্ঞান দুটোই ছিল সংবাদ সংগ্রহ ও উপস্থাপনের মধ্যে। পরে একই প্রতিষ্ঠানে পদন্নতি পেয়ে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে ১৯৯৮ সাল পর্যন্ত কাজ করেন।১৯৯৯ সালে প্রিন্ট মিডিয়া ছেড়ে একুশে টেলিভিশনে যোগ দেন জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে।
আমুল পরিবর্তন আসে টেলিভিশন সাংবাদিকতায়, সংবাদে একুশে টেলিভিশন পথ দেখায়- নতুন ধারার।সংবাদের গভীরতা আর উপস্থাপনে ভিন্নতা জ. ই মামুনকে এনে দেয় তারকা খ্যাতি। এই প্রতিষ্ঠানে সর্বশেষ তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেন। এরপর একুশে টেলিভিশন বন্ধ হয়ে গেলে ২০০৩ সালে এটিএন বাংলায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দেন।