ফ্রান্স: ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৮ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৯ জন।ফ্রান্স ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস।
বিশ্বের দু’শ ৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৯২। বিশ্বের ৮২ হাজার একশ ৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।আর করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছে ৩ লাখ ২ হাজার নয়শ ৮৯ জন।