বিশ্বের তাপমাত্রা গত আট বছর রেকর্ড মাত্রায় উষ্ণ ছিল। জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে দেখা গেছে, বিশ্বে এখন জলবায়ু সঙ্কটের মাত্রা তীব্র হয়েছে। বৈশ্বিক উষ্ণতা কমিয়ে ১ দশমিক ৫ সেলসিয়াসে আনার যে আন্তর্জাতিক সিদ্ধান্ত হয়েছিল তার ‘নাগাল এখনও দূরে।’
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রতিবেদনে দেখানো হয়েছে, কীভাবে বায়ুমণ্ডলে রেকর্ডমাত্রার গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নতুন মাত্রায় যাচ্ছে এবং পাকিস্তান থেকে পুয়ের্তো রিকো পর্যন্ত চরম আবহাওয়া উস্কে দিচ্ছে।
মিশরে জাতিসংঘের কপ-২৭ জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিনে জাতিসংঘের মহাসচিব সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আমাদের গ্রহ প্রান্ত সীমায় পৌঁছানোর পথে রয়েছে যেটি জলবায়ু বিশৃঙ্খলাকে অপরিবর্তনীয় করে তুলবে।’
ডব্লিউএমও- এর পর্যালোচনা অনুযায়ী, ২০২২ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প আমলের গড় (১৮৫০-১৯০০ সাল) থেকে প্রায় ১ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে, যার অর্থ ২০১৬ সাল থেকে প্রতি বছর সবচেয়ে উষ্ণতম তাপমাত্রা ছিল।
গত দুই বছর ধরে প্রাকৃতিক লা নিনা বৈশ্বিক তাপমাত্রাকে কমিয়ে রেখেছে। তবে এল নিনোর অবস্থার অনিবার্য পরিবর্তন হলে ভবিষ্যতে তাপমাত্রা আরও বেশি বাড়বে।