সম্পর্ক ডেস্ক :- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি মঙ্গলবার হোয়াইট হাউজে নিউইয়র্কের গভর্নর অ্যানড্রিউ কোমোকে স্বাগত জানাবেন। তিনি (কোমো) তার রাজ্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়া মোকাবেলায় জোরালো ভূমিকা পালন করে যাচ্ছেন।উল্লেখ্য,করোনায় আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক শহরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ৬৫৭ জন আর আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩৮৫ জন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কোমো কাল বিকেলে ওভাল অফিসে আসছেন।’ নিউইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তি কেন্দ্র।দেশটিতে মোট মৃত্যুর এক-তৃতীয়াংশের বেশি এ অঙ্গরাজ্যে ঘটে।যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ৪৪ হাজার ৭৬৮জন।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লক্ষ ১৯ হাজার ৮৬৬ জন।এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ১৫ জন।