গাজার দুই মাইল অভ্যন্তরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। একটি ইসরায়েলি সংবাদমাধ্যম প্রকাশিত ভিডিও বিশ্লেষণ করে রোববার সিএনএন এ তথ্য জানিয়েছে।
শনিবার ধারণ করা ভিডিওটিতে সেনাদের গাজার একটি অবকাশযাপন হোটেলের ছাদে ইসরায়েলি পতাকা লাগাতে দেখা যায়। গাজা-ইসরায়েল সীমান্ত থেকে মাত্র দুই মাইল দূরে একটি এলাকায় এই হোটেলটির অবস্থান।
একজন সৈনিককে ভিডিওতে বলতে শোনা যায়, ‘৪০১ ব্রিগেডের ৫২ ব্যাটালিয়নের সেনারা গাজার কেন্দ্রস্থলে, সমুদ্র সৈকতে ইসরায়েলি পতাকা নাড়াচ্ছে। আমরা ক্ষমা করব না বা ভুলে যাব না এবং বিজয় না হওয়া পর্যন্ত আমরা থামব না।’
ভিডিওটি গাজায় বিস্তৃত স্থল অভিযানের সময় ইসরায়েলি স্থল বাহিনী কোথায় ছিল এবং তারা কী করছে তার প্রথম ঝলকগুলোর মধ্যে একটি।
গাজায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় উল্লেখযোগ্যভাবে তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। গাজার প্রকৃত চিত্র তা এখনও স্পষ্ট হয়নি। অবশ্য রোববার থেকে ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে সংযোগকারীরা।